বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়টি চন্দনাইশ উপজেলার সর্ব পশ্চিম প্রান্তে বরকল গ্রামের ঘনবসতি পূর্ণ এলাকার কারকোন দিঘীর দক্ষিণ পাশের এক মনোরম ও নিরিবিলি পরিবেশে নারী শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯৯ সালে বরকল গ্রামের মরহুম আবদুল হাই এম.এ. এর সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী জনাব আবদুল ওয়াহেদ মাহফুজ এর অর্থায়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের জন্য জমি দান করেন প্রতিষ্ঠাতার ভাই- বোন উম্মুল বশর এবং বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আবদুশ শহীদ মছউদ(বর্তমান সভাপতি)। পরর্বতীতে বিদ্যালয়ের বিদ্যুতায়ন, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও গ্রন্থনাগার প্রতিষ্ঠার জন্য আর্থিক অনুদান প্রদান করে জনাব ডাঃ আবদুল ওয়াজেদ মাহমুদ এবং বিভিন্ন্ সময়ে আর্থিক সাহায্যে করে জনাব নাজমুন মাহফুজ, জনাব খুরশীদ সুলতানা, আবদুল মুগনী মনছুর, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জনাব তাসমিন মাহফুজ,জনাব তামজিদ মাহফুজ, জনাব রিয়াজ মছউদ ও জনাব নিয়াজ মছউদ স্থায়ী দাতা সদস্য হিসাবে অন্তর্ভূক্ত হন।
বর্তমানে অত্র বিদ্যালয়টি মাল্টিমিডিয়া ক্লাস চালু, বিনা বেতনে কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা ও সুবিশাল লাইব্রেরীতে পড়ালেখার সুবিধা ও রয়েছে। বিদ্যালয়ের সম্মুখে সুন্দর খেলার মাঠ ও মাঠের তিন দিকে সারি সারি গাছ এবং বিল্ডিং সংলগ্ন দিকে বিভিন্ন সৌন্দর্য বর্ধক পাতাবাহার গাছের সমাহার।
সম্পূর্ন বিনা বেতনে ও বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিক্ষক সহ পড়ালেখার সুন্দর পরিবেশ বিরাজমান থাকায় বিগত বছর গুলোতে জে এস সি ও এস এস সি এর ফলাফল ও উপজেলার প্রথম সারিতে এবং ২০১৬ সালের জে এস সি ও এস এস সি পরীক্ষায় ফলাফল ১০০% অর্জিত হয়। এ অবস্থা অব্যাহত থাকলে উভয় স্তরের ফলাফলে ৫০%, A+ সহ উপজেলায় প্রথমস্থান অর্জন এবং উচ্চ মাধ্যমিক স্তর চালু করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।
নুরুল কবির চৌধুরী
প্রধান শিক্ষক