ইতিহাস
নারী শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বরকল ও বরমা ইউনিয়নদ্বয়ের অধিবাসীদের দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে চন্দনাইশ উপজেলার বরকল গ্রামে কারকোন দিঘীর ছায়া সুনিবিড় নিরিবিলি পরিবেশে ১৯৯৯ ইংরেজি সালে প্রতিষ্ঠিত হয় ’’বরকল আবদুল হাই – আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়’’। বরকল গ্রামের মরহুম আব্দুল হাই এম.এ সাহেবের সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজ সেবক আমেরিকা প্রবাসী জনাব আব্দুল ওয়াহেদ মাহফুজ এর অর্থয়ানে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করেন। বিদ্যালয়ের জন্য জমি দান করেন প্রতিষ্ঠাতার ভাই-বোন জনাব উম্মুল বশর এবং বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুশ শহীদ মছউদ(বর্তমান সভাপতি)। পরবর্তীতে বিদ্যালয়ের বিদ্যুতায়ন,কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও গ্রন্থনাগার প্রতিষ্ঠার জন্য আর্থিক অনুদান প্রদান করে জনাব ডাঃ আব্দুল ওয়াজেদ মাহমুদ এবং বিভিন্ন সময়ে আর্থিক সাহায্যে করে জনাব নাজমুন মাহফুজ, জনাব খুরশীদ সুলতানা, আবদুল মুগনী মনছুর, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জনাব তাসমিন মাহফুজ, জনাব তামজিদ মাহফুজ, জনাব রিয়াজ মছউদ ও জনাব নিয়াজ মছউদ স্থায়ী দাতা সদস্য হিসাবে অন্তর্ভূক্ত হন।
প্রতিষ্ঠানটির অবকাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনাঃ
বিদ্যালয়টির বর্তমান কাঠামো হচ্ছে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সম্পূর্ণ অবৈতনিক বালিকা উচ্চ বিদ্যালয়। ভবিষ্যত পরিকল্পনা বরকল আবদুল হাই- আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়টিকে প্রতিষ্ঠাতা, পরিচালনা কমিটি , শিক্ষক কর্মচারী এবং অভিভাবকের আপ্রাণ প্রচেষ্টায় চন্দনাইশ উপজেলার অন্যতম শীর্ষ বালিকা বিদ্যালয় হিসেবে উন্নীত করে উচ্চ মাধ্যমিক স্তর চালু এবং পর্যায়ক্রমে সরকারি প্রতিষ্ঠান হিসাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে। বর্তমান পরিচালনা কমিটি বিদ্যালয়টি একটি আর্দশ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার আপ্রাণ প্রচেষ্ঠায় উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের সুন্দর ও শ্রেষ্ঠতম হিসেবে রূপান্তর করার পরিকল্পনা ও নিয়েছেন।
Founders and Donors
Abdul Wahed Mahfuz
Abdus Shahid Maswood